রায়হানা তাসলিম
সহযোগী অধ্যাপক
উপ প্রকল্প পরিচালক, টিকিউআই-২
মাউশি, ঢাকা
উপরের ছবি দেখে কি তোমার কোন কোণের কথা মনে হয়? ফ্রিজের ছবি থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও-
ক) সরলকোণ কী? ২
খ) ছবির সাহায্য নিয়ে সম্পূরক কোণ ও পূরক কোণের পার্থক্য লিখ। ৪
গ) ফ্রিজের ছবি থেকে আরো ৪টি সম্পূরক কোণ খুঁজে বের করে সম্পূরক বলার কারণ ব্যাখ্যা কর। ৪
বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ শিক্ষার্থীর শিখন প্রক্রিয়ায়যেমন পরিবর্তন
এনেছে তেমনি শিক্ষকের পাঠ উপস্থাপন কৌশলেও পরিবর্তন করতে হচ্ছে প্রতিনিয়ত।
শিক্ষার্থী তার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছে ওয়েব সাইট ঘেঁটে। তাহলে প্রশ্ন
হচ্ছে শিক্ষকের প্রয়োজন কী শিক্ষার্থীর নিকট গুরুত্ব হারিয়ে ফেলছে? মোটেই
তা না বরং শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার শিক্ষককে আরো নিবিড়ভাবে
প্রয়োজন শিক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা প্রদানের জন্য। তাহলে আরো একটি
প্রশ্ন এসে যাচ্ছে ২১ শতকের শিক্ষকের কী ধরণের বৈশিষ্ট্য থাকা দরকার? একথা
অনস্বীকার্য একুশ শতকের শিক্ষক হবেন জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমান
পারদর্শী। তিনি হবেন উদ্ভাবনী চিন্তা শক্তির অধিকারী, প্রতিনিয়ত নতুন নতুন
চিন্তা চেতনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে শিক্ষার্থীকে কৌতুহলী করে তার
সৃজনশীলতার বিকাশে সাহায্য করবেন। তিনি নিজে শিখবেন এবং শিক্ষার্থীকে বেশী
বেশী শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিবেন।