মায়ের লাশ দেখা হলো না পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক খানের (৪০)। গত শনিবার
রাত ১১টায় আব্দুর রাজ্জাকের মা মোসাম্মত্ বেগম (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে
গোপালগঞ্জের কাশিয়ানিতে হিরন্যকান্দি গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। মায়ের
মৃত্যুর খবর শুনে সপরিবারে গ্রামের বাড়ি যাওয়ার পথে গত রবিবার ভোরে
মুন্সিগঞ্জের শ্রীগর উপজেলার কেওটচিরায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে
সংঘর্ষে ঘটনাস্থলেই কনস্টেবল আব্দুর রাজ্জাক (৪০) ও প্রইভেট কার চালক
আব্দুস সালাম (৪০) নিহত হন। আহত আব্দুর রাজ্জাকের স্ত্রী আমেনা খাতুন (৩৮),
ছেলে মো. রাতুল খান (৮) ও ছোট ভাই আনসার সদস্য মো. আসলাম খানকে (৩৫) ঢাকা
মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রাজ্জাক ঢাকার রমনা
থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে আব্দুর রাজ্জাক
সবার বড়। রবিবার সকাল ১১টায় শোকাবহ পরিবেশে আব্দুর রাজ্জাকের মা মোসাম্মত্
বেগমের লাশ গ্রামেই দাফন করা হয়।
কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল
ইসলাম জানান, রবিবার দুপুরে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে
পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। রবিবার
রাত ১০টায় জানাজা শেষে মায়ের কবরের পাশে আব্দুর রাজ্জাকের লাশ দাফন করা হয়।