Business and Commerce News - বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে ভারত-শ্রীলঙ্কা ঐকমত্য


বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে ভারত-শ্রীলঙ্কা ঐকমত্য
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে নতুন বেসামরিক পরমাণু চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় শ্রীলঙ্কাকে বেসামরিক পরমাণু শক্তি উত্পাদনে সহায়তা দেবে ভারত। রোববার চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের পৌছেছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। প্রেসিডেন্ট হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।
সফরের দ্বিতীয় দিন গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে পরমাণু চুক্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেন দুই দেশের শীর্ষ নেতা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শ্রীলঙ্কার সঙ্গে ভারতের তানিল নাড়ু রাজ্যের ঘোর বিরোধিতা রয়েছে। শ্রীলঙ্কায় তামিলদের ‘গণহত্যা’ করা হয়েছে বলে দাবি করেন তামিল নেতারা। এ জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতিসংঘে ‘গণহত্যার প্রস্তাব’ আনতে সরকারের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী। এ ছাড়া উপকূল থেকে ভারতীয় জেলে আটক করা নিয়েও দু-দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। এসব সমস্যা বিদ্যমান থাকা অবস্থায় ভারত সফরে এলেন সিরিসেনা। গতকালের বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, শ্রীলঙ্কায় আটক জেলেদের নিয়ে লঙ্কান প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই ইস্যুতে অভিন্ন স্বার্থে কাজ করতে আমরা একমত হয়েছি।
এ ছাড়া মোদী আরো বলেন, ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার শ্রীলঙ্কা। এ জন্য আমি শ্রীলঙ্কাকে সাধুবাদ জানাই। এ সম্পর্ক আরো বাড়ানো হবে এবং দুদেশের বাণিজ্য অসমতা দূর করতে উদ্যোগ নেওয়া হবে। আগামীকাল বুধবার দেশে ফেরার আগে ভারতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কয়েকটি বৈঠক করবেন তিনি।
এর বাইরে শ্রীলঙ্কার অর্থনীতি, শান্তি, স্থিতিশীলতা ও জাতিগত বিরোধ নিষ্পত্তির বিষয়ও বৈঠকে প্রাধান্য পায়। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।
 উল্লেখ্য, আগামী মার্চে শ্রীলঙ্কা সফরে যাবেন মোদী। আর তার আগেই মত্স্যজীবিদের নিয়ে যে সমস্যা রয়েছে তা দূরীভূত করার আপ্রাণ প্রচেষ্টা চালাবে দুই দেশ। বৈঠকে মোদী জানিয়েছেন, সিরিসেনার প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে চিহ্নিত করার জন্য তিনি গর্বিত।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts