Entertainment - Newsকুস্তিগীর আমির!


কুস্তিগীর আমির!
আমির খান মানেই নতুন নতুন চমক। চমকের ধারায় এবার আরেক মাত্রা যোগ হল। নীতেশ তিওয়ারির পরবর্তী চলচ্চিত্র ‘দাঙ্গাল’-এ অভিনয় করবেন তিনি। সেখানে একজন কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে তাকে। মহাবীর ফোগটের চরিত্রে অভিনয় করবেন আমির।
মহাবীর একজন কুস্তিবীর। যিনি তার দুই মেয়ে গীতা ও ববিতাকে কুস্তিবীর হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন। আজ তার এই দুই মেয়ে ভারতের অন্যতম ‘কুস্তিবিদ’। আর এখন মহাবীরের বায়োপিকে দেখা যাবে আমির খানকে।
আমির মানেই মিস্টার পারফেকশনিস্ট। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে শরীরচর্চা আর প্রস্তুতি। আর প্রস্তুতির ফল কী হয় তা আর নতুন করে বলে দিতে হবে না কাউকেই। এই ছবিতে শুধু কুস্তিগীর নয়, দুই মেয়ের বাবা আমির। দুই মেয়েও কুস্তিগীর। শেষ ছবি ‘পিকে’ নিয়ে বহু বিতর্কে জড়িয়েছেন আমির। কিন্তু কোনোভাবেই রোখা যায়নি পিকের গতি। বিশ্ব বাজারে এর মধ্যেই পিকের লাভের অংক ৬০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। আর এর মধ্যেই আমিরের নতুন ছবির খবর পাওয়া গেল। সূত্র: জি-নিউজ ও কলকাতা২৪।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts