Media News - আবার ‘না’ কারিনার !












ফের 'না' করলেন কারিনা কাপুর ৷ একটা ছবিতে কাজের 'অফার' তিনি আগেই পেয়েছিলেন৷ তখন 'না' করছিলেন৷ কী আশ্চর্য! মাস ঘুরতে না ঘুরতেই আবার সেই একই কাজের প্রস্তাব তার কাছে৷ আর ফলাফল সেই একই! কিন্তু কী সেই ছবি, কেনই বা দু'বার করে সেই ছবিতে কাজের প্রস্তাব আসছে করিনা কাপুরের কাছে৷ হ্যাঁ, বিষয়টি একটু জটিল বটে৷ পরিচালক অ্যান্টনি ডি'সুজা ঠিক করেছিলেন ক্রিকেটার -এমপি মোহম্মদ আজহারউদ্দিনের ওপর একটি ছবি বানাবেন৷ আজহারউদ্দিনের ভূমিকায় অভিনয় করবেন ইমরান হাশমি৷ আর তাঁর বিপরীতে? হ্যাঁ, এটা নিয়েই যাবতীয় গণ্ডগোল৷ ডি'সুজা চাইছিলেন ইমরান হাশমির বিপরীতে অভিনয় করুন কারিনা কাপুর ৷ অর্থাৎ সঙ্গীতা বিজলানির ভূমিকায়৷ কিন্তু এই ছবিতে কাজ করার ব্যাপারে 'না' বলে দেন কারিনা৷ তিনি তাঁর ম্যানেজার মারফত তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেন৷ এরপর পরিচালক এবং প্রযোজকরা জ্যাকলিন ফার্নান্ডেজের দ্বারস্থ হন৷ কিন্তু জ্যাকলিন এখন ভীষণ ব্যস্ত৷ তাঁর ডেট-ডায়েরিতে পরপর দু'টো ছবির কাজ রয়েছে৷ প্রথমটি হল রীতেশ দেশমুখের সঙ্গে 'বাঙ্গিস্তান'৷ আর দ্বিতীয়টি হল 'ব্রাদারস'৷ যাতে জ্যাকলিনের সঙ্গে অভিনয় করছেন অয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা৷ জ্যাকলিনের ম্যানেজার জানিয়েছেন, অনেকগুলো প্রোজেক্ট নিয়ে তাঁর সঙ্গে কথা চলছে৷ আর তাই পরিচালক আবার ঘুরে আসেন করিনা কাপুরের কাছে৷ কিন্তু দ্বিতীয়বারও বিফল হতে হয় তাঁকে৷ তিনি 'উডতা পাঞ্জাব ' ছবি নিয়ে ব্যস্ত৷ এদিকে, সামনের মাস থেকে আজহারউদ্দিনের বায়োপিক শ্যুট শুরু হওয়ার কথা৷ অতঃকীম!
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts