০৪ ডিসেম্বর, ২০১৪ ইং ১২:০৫ মিঃ
লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা আসলে কে? মুখে মৃদু
হাসির এই নারী যুগযুগ ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন শিল্প প্রেমীরা। কারোর
মতে মোনালিসা লিওনার্দোর গুপ্ত প্রেমিকা। কেউবা বলেন তিনি নাকি এক জমিদার
গৃহিণী। কারো কারো মতে, এটি শিল্পীরই নিজের পোট্রেট। এবার সেই মোনালিসাকে
নিয়ে এক নয়া তথ্য হাজির করেছেন ইতালিয়ান গবেষক অ্যাঞ্জেলো পারাতিকো।
তার দাবি, রহস্যময়ী মোনালিসা আদতে এক চীনা ক্রীতদাসী ! এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেছেন, ছবির হাস্যময়ী শিল্পী লিয়োনার্দো দ্য ভিঞ্চির মা!
নিজের সপক্ষে যুক্তি দেখাতে গিয়ে অ্যাঞ্জেলো পারাতিকো দাবি করেছেন, ছবিতে মোনা লিসার পিছনে ছবিটি একটি চাইনিজ ল্যান্ড স্কেপ, মোনালিসার মুখেও তিনি খুঁজে পেয়েছে চৈনিক আদল! আর শিল্পীর মাও ছিলেন প্রাচ্যের নারী। সে সেক্ষেত্রে তিনিই মোনালিসা হতে পারেন। সূত্র-টাইমস অব ইন্ডিয়
তার দাবি, রহস্যময়ী মোনালিসা আদতে এক চীনা ক্রীতদাসী ! এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেছেন, ছবির হাস্যময়ী শিল্পী লিয়োনার্দো দ্য ভিঞ্চির মা!
নিজের সপক্ষে যুক্তি দেখাতে গিয়ে অ্যাঞ্জেলো পারাতিকো দাবি করেছেন, ছবিতে মোনা লিসার পিছনে ছবিটি একটি চাইনিজ ল্যান্ড স্কেপ, মোনালিসার মুখেও তিনি খুঁজে পেয়েছে চৈনিক আদল! আর শিল্পীর মাও ছিলেন প্রাচ্যের নারী। সে সেক্ষেত্রে তিনিই মোনালিসা হতে পারেন। সূত্র-টাইমস অব ইন্ডিয়