Bangladeshi Foreign News - এফবিআইকে ঘুষ: মার্কিন আদালতে বাংলাদেশির দোষ স্বীকার



এফবিআইকে ঘুষ: মার্কিন আদালতে বাংলাদেশির দোষ স্বীকার
 
বাংলাদেশের এক রাজনীতিকের বিষয়ে তথ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এক সাবেক এজেন্টকে ঘুষ দেয়ার কথা যুক্তরাষ্ট্রের আদালতে স্বীকার করেছেন বাংলাদেশি তরুণসহ দুই ব্যক্তি। মার্কিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সংরক্ষিত তথ্য ও সন্দেহজনক কর্মকাণ্ডের প্রতিবেদন নেয়ার জন্য এই ঘুষ দেয়ার কথা স্বীকার করেন বাংলাদেশি বংশোদ্ভূত রিজভী আহমেদ ওরফে সিজার (৩৫) ও জোহানেস থালের (৫১)।
নিউ ইয়র্কের হোয়াইট প্লেইন ফেডারেল আদালতে বিচারক ভিনসেন্ট এল ব্রিকেটির সামনে গত শুক্রবার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা বলেন, ২০১১ সালের সেপ্টেম্বর ও ২০১২ সালের মার্চের মধ্যে এফবিআইয়ের সাবেক বিশেষ এজেন্ট রবার্ট লাস্টিককে ঘুষ দিয়েছিলেন। লাস্টিক ওই সময় এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স স্কোয়াডে দায়িত্বরত ছিলেন। রবার্ট লাস্টিকসহ তিনজনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের ক্রিমিনাল ডিভিশনের সহকারী এটর্নি জেনারেল লেসলি আর ক্যাল্ডওয়েল, ইউএস এটর্নি প্রিট ভারার এবং জাস্টিস ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেল মাইকেল ডি. হরোউইজ  বিষয়টি জানানোর পর মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। থালের ও রিজভী আহমেদের দণ্ডাদেশের বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিচারে তাদের প্রত্যোকের ৩৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts