Entertainment News - অর্পিতার বিবাহোত্তর সংবর্ধনায় সালমানের সাথে নাচলেন শাহরুখ


অর্পিতার বিবাহোত্তর সংবর্ধনায় সালমানের সাথে নাচলেন শাহরুখ
 
ছয় বছরের বরফ গলার পর শাহরুখ-সালমানের এখন গলায় গলায় বন্ধুত্ব। সেরকমটাই দেখা গেল গতকাল শুক্রবারের অর্পিতা-আয়ুশের বিবাহোত্তর সংবর্ধনায়।

সেদিন শাহরুখের জনপ্রিয় গান 'ছাইয়া ছাইয়া'র তালে তাল মেলালেন দুজনেই। পার্টিতে থাকা আমন্ত্রিত অতিথিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবিতে তেমনটাই দেখা যাচ্ছে। বলা হচ্ছে, তিনি নাচে এমনই মশগুল হয়ে পড়েছিলেন যে তাকে অন্যরা দেখছে সেটাই তিনি ভুলে গিয়েছিলেন।

এ সময় তাকে সালমান খানের মা সালমা খানের সাথেও সময় কাটাতে দেখা যায়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts