Entertainment News - নিরবতা ভেঙে ইমন কহিলেন..


‘নিরবতা ভেঙে ইমন কহিলেন..
ক্যারিয়ারে বরাবরই নিরব আর ইমনের ভিতরে এক ধরনের টক-ঝাল-মিষ্টি ইঁদুর-বিড়াল খেলা চলছে। এ দুজনার ক্যারিয়ারের শুরুর দিকে ইমনের বিয়ের খবর ফাঁস হয়ে যাওয়ায় বেশ বিপত্তিতেই পড়তে হয়েছিল। নিজের ক্যারিয়ারের সংকটের ভয়েই নায়করা নিজের স্ত্রী-সন্তানদের স্বীকৃতি দিতে চান না। অবশেষে ‘বন্ধু তুমি শত্রু তুমি’র রিয়েল হিরো নিরবের বিয়ের খবরের পর ইমনের ফেসবুকে এই প্রথম নিজের স্ত্রীর স্বীকারোক্তি ও স্বীকৃতি মিলল। তবে কিসের স্বার্থে এই লুকোচুরি ছিল। আগেই বা কেন অস্বীকার করেছিলেন? উল্লেখ্য, মডেল-অভিনেতা ইমন এখন বান্দরবানে ‘পদ্ম পাতার জল’ ছবির শেষ অংশের কাজ করছেন। বিশ্ব ভালোবাসা দিবসেও তাই ব্যস্ত ছিলেন তিনি। এ কারণে জীবনসঙ্গী আয়শা ইসলামের কাছাকাছি থাকতে পারেননি। তাই ফেসবুকে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইমন।
একটি অনলাইন দৈনিকে বলেছেন, ‘আমরা বেশ ভালো আছি। বিবাহবার্ষিকীতে ও ভালোবাসা দিবসে কাজের জন্য আয়শার কাছ থেকে দূরে থাকতে হচ্ছে। তবে সে আমার সবটা জুড়ে আছে এবং সবসময় ভালোবাসার মানুষ হয়েই থাকবে।’ তাই আর যাই হোক মিসেস ইমনকে নিরবের এই বিয়ের ঘটনাটিকে ধন্যবাদ দিতেই হবে। কারণ নিরবের বিয়ের পরই তো ইমন কহিলেন, ‘আমিও বিবাহিত!’ নবদম্পতির (মিডিয়ার কাছে!) প্রতি শুভকামনা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts