অনুভব সিনহা পরিচালিত ‘জিদ’ সিনেমার পোস্টারে প্রিয়াঙ্কার বোন বার্বিকে
অর্ধনগ্ন অবস্থায় দেখা গেল। বার্বি ‘জিদ’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে নিজের
অভিষেক ঘটনালেন।
বার্বি ভারতীয় প্রতিষ্ঠিত নৃত্য শিল্পীদের
মধ্যে একজন। এর আগে একটি বিজ্ঞাপনে দুই বোন একসঙ্গে কাজ করেছিলেন৷ এবার
দেখার পালা দিদির অভিনয়ের শৈলী অনুসরণ করে বলিউডে কতটা পথ পাড়ি দিতে পারেন
বার্বি।
আগামী ২৮ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে।