এতোদিন
বাস্তব জীবনে প্রেম করলেও এবার হয়তো পর্দায় দেখা যাবে আনুশকা শর্মা ও
বিরাট কোহলি জুটিকে। যশরাজ ফিল্মসের আগামী চলচ্চিত্রে এই জুটি অভিনয় করতে
যাচ্ছেন বলে জানিয়েছে জি-নিউজ।
প্রতিবেদনে
বলা হয়েছে, প্রথম সারির পরিচালক আদিত্য চোপড়া ক্রিকেট নিয়ে একটি চলচ্চিত্র
বানাতে যাচ্ছেন। আর সেখানেই দেখা যেতে পারে এই জুটিকে। এর আগে শাহরুখ ও
আনুশকাকে মাথায় রেখে একটি স্ক্রিপ্ট তৈরি করার কথা জাননো হয়েছিল। কিন্তু
এখন মনে হচ্ছে, শাহরুখ সেটির জন্য খুব একটা সময় দিতে পারবেন না। একারণে এখন
বিরাটকে মাথায় রেখে স্ক্রিপ্টের কাজ চালিয়ে যাচ্ছেন আদিত্য।
সম্প্রতি
একটি পত্রিকা জানিয়েছে, বিরাট কোহলির সঙ্গে আদিত্য চোপড়ার স্ত্রী রাণী
মুখার্জি ফোনালাপ করেছেন। এসময় তারা কিছু প্রজেক্ট নিয়ে কথা বলেছেন। যদিও
পর্দায় বিরাট-আনুশকার কাজ করার বিষয়ে এখন পর্যন্ত কেউ নিশ্চিত করেননি।
জি-নিউজের
খবরে বলা হয়েছে, শোনা গেছে এর মধ্যেই নাকি বিরাটকে চলচ্চিত্রের জন্য আগাম
পারিশ্রমিক দিয়ে দিয়েছেন রাণী মুখার্জি। বিরাট প্রস্তাব ফিরিয়ে না দিলেও
আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন। তারপরই নাকি চিত্রনাট্য
পড়ে ছবির জন্য সময় দেবেন বিরাট।