সমালোচকদের মিশ্র সাড়া সত্ত্বেও ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি অস্কার গ্রন্থাগারে স্থান পেয়েছে। খবর জিনিউজের।
চলতি বছরের মোটা দাগের ব্যবসা সফল সিনেমাগুলোর একটি ‘হ্যাপি নিউ ইয়ার’।
বক্স অফিসে শাহরুখ খানের গড়া সব রেকর্ড ভেঙ্গে সিনেমাটি বিশ্বব্যাপী ৩৫০
কোটি রুপির উপরে ব্যবসা করেছে। আনন্দ উদযাপন করার জন্য যেন কারণটি যথেষ্ট
ছিল না। আনন্দে আত্মহারা হওয়ার জন্য ফারাহ’র আরো অনেক কারণ আছে।
সেটি হচ্ছে কোরিওগ্রাফার-ট্রান্ড-ডিরেক্টর টুইটারের টুইটে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি অস্কার গ্রন্থাগারে পৌঁছেছে বলে ঘোষণা করেন ।
এখন এটা চমৎকার অর্জন। হ্যাপি নিউ ইয়ার টিমের অনুপ্রাণিত হওয়ার সবকিছু রয়েছে।