লিবিয়ার
থেকে ইটালিগামী ১২ টি নৌকা থেকে দুই হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে
ইটালির উপকূলরক্ষী বাহিনী। ইউরোপ ও উত্তর আফ্রিকার মধ্যকার ভূমধ্যসাগর
এলাকায় অভিযানকালে এসব অভিবাসীদের উদ্ধার করে বন্দরে নিয়ে আসা হয়েছে বলে
দেশটি কোস্টগার্ড সূত্রে জানিয়েছে আলজাজিরা।
কোস্টগার্ড
জানিয়েছে, লাম্পেদুসা দ্বীপ ও লিবিয়ার মধ্যবর্তী এলাকা থেকে নৌকাগুলো আটক
করা হয়। এসব 'বিদেশগামীদের' বন্দরে আনা হয়েছে। তারা আরো জানিয়েছে, একটি
নৌকায় বন্দুকধারী চার পাচারকারী কোস্টগার্ড সদস্যদের হুমকি দেয়। দেশটির
পরিবহণমন্ত্রী মাওরিজিও লুপি জানিয়েছেন, অস্ত্রধারীরা কোস্টগার্ড সদস্যদের
জোরপূর্বক একটি খালি নৌকায় করে ফেরত পাঠায়। একটি বিমান, কোস্টগার্ডের চারটি
জাহাজ, দুইটি ছোট নৌকা ও নৌবাহিনীর একটি একটি জাহাজ নিয়ে এই উদ্ধার অভিযান
চালানো হয়েছে।
গত
শুক্রবার লিবিয়ার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে ৬শ বিদেশগামীকে উদ্ধার
করেছিল ইটালি কোস্টগার্ড। এছাড়া গত সপ্তাহে এ অঞ্চল থেকে অন্তত ৩০০
বিদেশগামী নিখোঁজ হন। এরপর তাদের শতাধিক লাশ উদ্ধার করেছিল কোস্টগার্ড।
গত
বছর ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাওয়ার পথে অন্তত সাড়ে ৩ হাজার লোক মারা গেছে।
এছাড়া উদ্ধার করা হয়েছে ২ লাখেরও বেশি বিদেশগামীকে। গত বছরের শুরুতেই ১
লাখ ৫০ হাজার অভিবাসী ইটালিতে এসেছে, যাদের বেশিরভাগই যুদ্ধ-সংঘাতের কারণে
উত্তর আফ্রিকার দেশগুলো থেকে পাড়ি জমিয়েছে।