Entertainment News - সোনাক্ষির বাড়ি মিনি ‘জলসা’


সোনাক্ষির বাড়ি মিনি ‘জলসা’
 
অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র সামনে ভক্তদের আকুল ভিড় দেখতে দেখতেই তিনি বড় হয়ে উঠেছেন। শাহরুখ খানের ‘মান্নত’-এর সামনে ভক্তদের জমায়েতও তার অজানা নয়। হুবহু একইরকম না হলেও নিজের বাড়ির সামনে ফ্যানদের জটলা থেকে অভিভূত হলেন সোনাক্ষি সিনহা।
খ্যাতি-গ্লঞ্ঝামার-ফ্যানদের পাগলামো তার কাছে নতুন কিছু নয়। শত্রুঘ্ন সিনহার মতো বিখ্যাত অভিনেতার মেয়ে হওয়ার সুবাদে লাইমলাইট তার ভালোই চেনা। গ্ল্যামার জগতের অন্দরে তার অবাধ যাতায়াত। কিন্তু নিজের অর্জনে যখন খ্যাতি এসে ধরা দেয় তখন তার স্বাদই আলাদা।
অভিনয়ের সূত্রে সে খ্যাতিও পেয়েছেন সোনাক্ষি। ভারতে তার ভক্ত সংখ্যা কম নয়। টুইটারেই তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৩.৯৯ মিলিয়ন। কিন্তু ফ্যানদের পাগলামোর যে চেনা ছবি দেখে তিনি বড় হয়েছেন শুধু তার জন্য সে ছবি নতুন করে তৈরি  হয়েছে দেখে মুগ্ধ হলেন সোনাক্ষি। টুইটারেই জানালেন সে কথা। সোনাক্ষির প্রথম ভিডিও টুইটে দেখা গেল তার বাড়ির সামনে একদল ভক্ত জড়ো হয়েছেন। আপ্লুত অভিনেত্রীর মন্তব্য, শুধু এর জন্যেই তো একজন অভিনেতা-অভিনেত্রী অপেক্ষা করে থাকেন। নিজের বাড়ির সামনে ফ্যানদের এই ছোট্ট জটলাকে তিনি জলসার মিনি সংস্করণ বলেছেন।
বলিউডে শত্রুঘ্ন সিনহার মতো স্টলওয়ার্থের কন্যা হলেও নিজের পায়ে দাঁড়াতেই পছন্দ করেন ‘দাবাং’ গার্ল। খ্যাতিমান বাড়িতে বড় হলেও, নিজের জন্য ফ্যানদের জমায়েত তাকে দিয়ে যায় অন্যরকম আনন্দ। আর সে কথা ফ্যানদের সঙ্গে ভাগ করে নিতে এতটুকু দ্বিধা করেন না সোনাক্ষি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts