World News - বলিউডে ৩৬ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা



বলিউডে ৩৬ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা
 
বি-টাউনের ছবির ডিরেক্টরদের সাথে সেন্সর বোর্ডের ঝামেলা বেশ ভালোই জমে ওঠেছে। সম্প্রতি ভারতের সেন্সর বোর্ড ৩৬ টি শব্দ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আর এ নিয়েই তোলপাড় শুরু হয়েছে মুম্বাইয়ের ফিল্ম জগতে। ছবির পরিচালকদের অভিযোগ সেন্সর বোর্ড সিনেমা তৈরিতে নানা নির্দেশনামা জুড়ে দিচ্ছে।
অবশ্য এই ধরনের কোন নির্দেশনামার কথা অস্বীকার করেছেন সেন্সর বোর্ডেরই একজন সদস্য। তিনি বলেন, 'আমি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা। চরিত্রকে ফুটিয়ে তুলতে এই ধরনের নিয়ম মানা যায় না।' তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, 'একজন পতিতাকে এখন প্রফেসরের মত কথা বলতে হবে?'
৩৬ টি শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে চটেছেন মহেশ ভাট ও তার কন্যা পূজা ভাটও। পূজা ভাট জানান, তিনি সেন্সর বোর্ডের সিদ্ধান্ত নিয় রিভাইজিং কমিটির কাছে যাবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবার কথাও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, 'এই সীমাবদ্ধতা নিয়ে অনেকেরই সমস্যা নাও থাকতে পারে, কিন্তু আমার রয়েছে।' সূত্র: টাইমস অব ইন্ডিয়া
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts