Science & Technology News - বহু দূর থেকে বৃষ্টির আভাস পায় হাতি



বহু দূর থেকে বৃষ্টির আভাস পায় হাতি
 
 
২৪০ কিলোমিটার পর্যন্ত দূরের ঝড়-বৃষ্টির উপস্থিতি টের পায় হাতিরা। আর এটা টের পেয়ে সেদিকেই রওনা দেয় তারা।
দণি-পশ্চিম আফ্রিকার নামিবিয়ার মত দেশগুলো বছরের বেশিরভাগ সময় শুষ্ক ও গরম থাকে। এই সব অঞ্চলের প্রাণীরা তাই বেঁচে থাকার তাগিদে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বৃষ্টির সময়ের সমস্ত সুবিধাটুকু নিয়ে নিতে চায় বলে জানিয়েছেন গবেষকরা। 
গবেষকরা জানিয়েছেন, হাতিরা স্বভাবে পরিযায়ী। খাদ্য ও জলের সন্ধানে তারা দল বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। অনেক সময় হাতির দল কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই নিজেদের যাত্রাপথের অভিমুখ পরিবর্তন করে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে গবেষকরা বিভিন্ন হাতির দলের ১৪টি ভিন্ন ভিন্ন হাতির গতিবিধি ল্য করেছেন। সেই গতিবিধি ল্য করে দেখেছেন হাতিরা বৃষ্টির উপস্থিতি দূর থেকে টের পেয়ে প্রয়োজনে নিজেদের গতিপথ পরিবর্তন করে বৃষ্টিস্নাত অঞ্চলের দিকে রওনা দেয়
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts