Science & Technology News - জাদুঘরে নতুন প্রজাতির ডাইনোসর আবিষ্কার



জাদুঘরে নতুন প্রজাতির ডাইনোসর আবিষ্কার
ডাইনোসরের জীবাশ্ম পর্যবেক্ষণ করে একটি নতুন প্রজাতির শিংযুক্ত ডাইনোসর সনাক্ত করেছে বিজ্ঞানীরা। ৭৫ বছর ধরে কানাডার একটি যাদুঘরে ডাইনোসরের জীবাশ্মটি রক্ষিত রয়েছে। খবর বিবিসি’র।
আগে এই জীবাশ্মকে ভিন্ন জাতের ডাইনোসর প্রজাতি হিসেবে শ্রেণীবিন্যাস করা হয়েছিল।
কিন্তু বাথ ইউনিভার্সিটির অধ্যাপক নিক লংরিচ গবেষণায় এ জীবাশ্মটির সাথে আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ডাইনোসরের জীবাশ্মের একই রকম মিল পেয়েছেন।
তিনি বলেন, দেখতে পাঁচ শিং-মুখো ডাইনোসরের একটি নতুন প্রজাতির দেহাবশেষ প্রতিনিধিত্ব করছে- এটি পরিচিত শিংযুক্ত তৃনভোজী ডাইনোসরের (Triceratops) সহজাতিক ছোট ভাই।
একটি গবেষণা নিবন্ধে এর বিস্তারিত বর্ণনা রয়েছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts