Science & Technology News - বৃষ্টিতে অদৃশ্য ছাতা


বৃষ্টিতে অদৃশ্য ছাতা
বাইরে বৃষ্টি অথচ বৃষ্টির পানিতে আপনি ভিজছেন না। কী! আশ্চর্য হচ্ছেন। না, আশ্চর্য হওয়ার কিছু নাই। অচিরেই বাজারে আসছে নতুন প্রযুক্তির ‘অদৃশ্য ছাতা’। খবর ওয়াশিংটন-পোস্ট’র।
পাইপের মতো দেখতে এ (এয়ার-আমব্রেলা) ছাতার মাথায় কোনও ওয়াটারপ্রুফ প্লাস্টিক নেই। তারপরও পাইপ আকৃতির এ ছাতা বিন্দুমাত্র জল গড়াতে দিবে না শরীরে। তবে এ ছাতা রোদের হাত থেকে সুরক্ষা দিতে পারবে না।
ছাতাটি বাতাসের সাহায্যে ব্যবহারকারীর শরীরে পানি পড়তে দেবে না। বৃষ্টির পানি শরীরে পড়ার আগেই বাতাসের চাপ তা দূরে সরিয়ে দিবে। আর এ কারণেই এ ছাতাটির নাম দেয়া হয়েছে ‘এয়ার-আমব্রেলা’।
২০১৫ সালের সেপ্টেম্বর থেকে এ ছাতার উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts