বাইরে বৃষ্টি অথচ বৃষ্টির পানিতে আপনি ভিজছেন না। কী! আশ্চর্য হচ্ছেন। না,
আশ্চর্য হওয়ার কিছু নাই। অচিরেই বাজারে আসছে নতুন প্রযুক্তির ‘অদৃশ্য
ছাতা’। খবর ওয়াশিংটন-পোস্ট’র।
পাইপের মতো দেখতে এ
(এয়ার-আমব্রেলা) ছাতার মাথায় কোনও ওয়াটারপ্রুফ প্লাস্টিক নেই। তারপরও পাইপ
আকৃতির এ ছাতা বিন্দুমাত্র জল গড়াতে দিবে না শরীরে। তবে এ ছাতা রোদের হাত
থেকে সুরক্ষা দিতে পারবে না।
ছাতাটি বাতাসের সাহায্যে
ব্যবহারকারীর শরীরে পানি পড়তে দেবে না। বৃষ্টির পানি শরীরে পড়ার আগেই
বাতাসের চাপ তা দূরে সরিয়ে দিবে। আর এ কারণেই এ ছাতাটির নাম দেয়া হয়েছে
‘এয়ার-আমব্রেলা’।
২০১৫ সালের সেপ্টেম্বর থেকে এ ছাতার উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।