Entertainment News - জলবসন্তে আক্রান্ত অ্যাঞ্জেলিনা জোলি


জলবসন্তে আক্রান্ত অ্যাঞ্জেলিনা জোলি
 
হলউড রাণী অ্যাঞ্জলিনা জোলি জলবসন্তে আক্রান্ত হয়েছেন। ফলে তার আগামী ছবি ‘আনব্রোকনে’ নিয়ে অনুষ্ঠেয় সংবাদ সম্মলেনে যোগ দতিে পারছনে না তিনি। 
মুখে ছোট ছোট লাল দাগ নিয়ে এক ইউটিউব ভিডিওতে ভক্তদরে উদ্দেশ্যে জানান, শরীরে জলবসন্ত ধরা পড়ায় তিনি বাড়তিইে থাকবেন।
'আগামী কয়কেদিনে ‘আনব্রোকনে’এর অনুষ্ঠান কেন মিস করছি তা আমি স্পষ্ট করতে চাই। আর তা হলো গতরাতে দেখি আমি জল বসন্তে আক্রান্ত।'- জানিয়েছেন জোলি।
হাসতে হাসতে তিনি আরো বলনে, 'আমি প্রত্যেককেই খুব মিস করবো। আর বষিয়টি আমি ভাবতইে পারছনিা। কন্তিু এটাই জীবন।'
দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক ‘আনব্রোকন’ পরচিালনা করছেনে ৩৯ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলি। 
আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts