মার্স গ্রহে নাসা’র ভ্রমণকারী ‘কিউরিসিটি’র অবতরণের স্থান, আগ্নেয়গিরির
জ্বালামুখে এতো পর্বত থাকার কারণ বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারবেন বলে মনে
করছেন। খবর বিবিসি’র।
তারা বিশ্বাস করে ক্রমাগত হ্রদগলোতে জমে থাকা পলির অবশিষ্ট। হ্রদগুলো সম্ভবত ১০ লক্ষ বছরের আগে পরিপূর্ণ ছিল।
বিজ্ঞানীরা কিউরিসিটির’র ভিডিও ফুটেজে দেখেন, পরে শুধু বাতাসের বেগ পাঁচ
কিলোমিটার উঁচু চূড়ায় বৃত্তাকারে ঘিরে ফেলা কটি সমতলভূমিকে খনন করে ।
যদি সত্যি হয়, এটা লাল গ্রহ মার্স’র আগের জলবায়ুর নমুনা। এটা অুমান করায়
পৃথিবী এর জন্মের প্রথম দুই বিলিয়ন বছরে খুবই উষ্ণ এবং আদ্র হয়েছে। যেটা
অনেক লোকের আগের করা অনুমানের চেয়েও বেশি ছিল।
কিউরিসিটি দল
বলছে, প্রাচীন মার্চ অবশ্যই ‘পানি বাষ্প হয়ে আকাশ থেকে মাটিতে পৌঁছানোর
তেজস্বী অনবরত প্রক্রিয়া’ উপভোগ করেছে। আর এ উষ্ণ ও আর্দ্র অবস্থার
তদারকিতে বৃষ্টি বা বরফ জড়িত ছিল।