Science & Technologt News - প্রাচীন সভ্যতার খোঁজে ড্রোন



প্রাচীন সভ্যতার খোঁজে ড্রোন
প্রাচীন সভ্যতার খোঁজে ড্রোন ব্যবহার করছে বিজ্ঞানীরা। ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে প্রাচীন সভ্যতার খোঁজে ড্রোন ব্যবহারের প্রকল্প নেয় তারা। লেজার প্রযুক্তি ব্যবহার করে অ্যামাজন জুড়ে প্রাচীন সভ্যতার হারানো চিহ্ন খুঁজবে ড্রোন।
বিবিসি জানিয়েছে, ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল থেকে ১৭ লাখ ডলারের অনুদানও পেয়ে গেছে এই প্রকল্প। ইউরোপিয়ানরা ওই অঞ্চলে পৌঁছানোর প্রায় তিন হাজার বছর আগের অ্যামাজোনিয়ানদের অবস্থান ও জীবনযাত্রার প্রমাণ এবং বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করবে ড্রোনগুলো। ওই জঙ্গলে বিজ্ঞানীদের সাড়ে চারশ’ স্থানের কথা জানা থাকলেও বিস্তারিত তথ্যের জন্য এ বিষয়ে জানতে নতুন প্রকল্প নিয়ে মাঠে নামছেন তারা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্যান হোজেতে অনুষ্ঠিত ‘অ্যানুয়াল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স’ বার্ষিক সম্মেলনে এই প্রকল্পের ঘোষণা দেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts