International news - মুদ্রাপাচার: এইচএসবিসির শীর্ষ কর্তাদের দুঃখ প্রকাশ

মুদ্রাপাচার: এইচএসবিসির শীর্ষ কর্তাদের দুঃখ প্রকাশ
‘অগ্রহণযোগ্য’ কর্মকাণ্ডের দায় স্বীকার করে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন বহুজাতিক ব্যাংক এইচএসবিসির শীর্ষ দুই কর্মকর্তা। খবর রয়টার্সের।
এইচএসবিসি প্রাইভেট ব্যাংক (সুইস) মুদ্রাপাচারে গ্রাহকদের সহায়তা করে কোম্পানির প্রতি মানুষের আস্থা বিনষ্ট করেছে বলে মন্তব্য করেছেন এইচএসবিসি গ্রুপের প্রধান নির্বাহী স্টুয়ার্ট গালিভার। ব্যাংকটির চেয়ারম্যান ডগলাস ফ্লিন্টও এ ঘটনায় দায় স্বীকার করেছেন।
এইচএসবিসি প্রাইভেট ব্যাংক (সুইস) বিভিন্ন দেশের বিত্তশালীদের কর ফাঁকিতে সহায়তা করেছে বলে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।
বিষয়টি নিয়ে বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টের ট্রেজারি কমিটির মুখোমুখি হন এইচএসবিসির শীর্ষ কর্মকর্তারা।
ব্যাংকের সুইস শাখার এই কর কেলেঙ্কারির জন্য কমিটির সদস্যরা তাদের পদত্যাগের আহ্বান জানালে তা নাকচ করেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশোধনী চালানোর কথা বলেছেন তারা।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts