International news - বৃষ্টি পড়ে টাকা নড়ে

বৃষ্টি পড়ে টাকা নড়ে
দুবাইয়ের জুমারিয়া এলাকায় সম্প্রতি এক আজব ঘটনা ঘটেছে। কোথা থেকে যেন হাজার হাজার ব্যাংক নোট বৃষ্টি ও বাতাসের সঙ্গে উড়ে এসে রাস্তায় ছড়িয়ে পড়তে থাকে। লোকজন ওই টাকা কুড়ানোর জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়। ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার ভয় না করেই লোকজন ছোটাছুটি করে নোট সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। প্রতিটি নোট ছিল ৫০০ দিরহামের (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১০ হাজার)। কোনো কোনো গাড়িচালক রাস্তার পাশে গাড়ি পার্ক করে নোট কুড়াতে লেগে যান। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরতে থাকা ওইসব নোট কুড়িয়ে অনেকে লাখপতি বনে গেছেন। কিভাবে এবং কোথা থেকে এসব নোট এলো  তার ব্যাখ্যা পরেও দেয়া হয়নি। রাস্তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য পুলিশ ছুটে এসে টাকা কুড়াতে আসা লোকজনকে সরিয়ে দেয়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts