Lifestyle news - নকল পাপড়িতে বিপদ

নকল পাপড়িতে বিপদ
 চোখের নকল ও লম্বা পাপড়ি বিপজ্জনক হতে পারে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তাঁরা দেখতে পান, মানুষসহ ২২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর চোখের পাতার দৈর্ঘ্য চোখের এক-তৃতীয়াংশ হলে চোখ জোড়া সুস্থ থাকে। এর চেয়ে কম বা বেশি হলে চোখের চারপাশে বাতাসের প্রবাহ বেড়ে যায়। এতে ধুলোবালুতে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে। আধুনিক ফ্যাশনের অংশ হিসেবে অনেকে চোখে স্বাভাবিকের চেয়ে লম্বা ও নকল পাপড়ি লাগাতে পছন্দ করেন। কিন্তু মানুষের চোখের জন্য এগুলো মোটেও স্বাস্থ্যকর নয়। একমাত্র হাতির চোখের পাতা চোখের সমান হলেও প্রাণীটির চোখ বিপদমুক্ত থাকে। জার্নাল অব দ্য রয়েল সোসাইটি ইন্টারফেস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts