রাজধানীর
মহাখালীতে মনির হোসেন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে ১১ বছরের এক শিশুকে
পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ঐ শিশুকে ঢাকা
মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার
দিকে মহাখালী টিঅ্যান্ডটি বস্তির বেদেপাড়ায় এ ঘটনা ঘটে।
শিশুটির
পিতা জানান, রাত সাড়ে ১০টার দিকে তার ১১ বছর বয়সী মেয়ে প্রকৃতির ডাকে সাড়া
দিতে শৌচাগারে যায়। সুযোগ বুঝে সেখানে ঢুকে পড়ে মনিরও। এরপর মনির শিশুটিকে
শৌচাগারের ভেতরে পাশবিক নির্যাতন চালায়। এ সময় ঐ শিশুর চিত্কারে স্থানীয়রা
হাতেনাতে ধরে ফেলে মনিরকে।
তিনি
আরো জানান, মনির হোসেনকে আটকের পর স্থানীয় কয়েকজন মাস্তান এসে তার বিচার
করার জন্য মনিরকে নিজেদের জিম্মায় নেয়। এরপর মনিরের কাছ থেকে টাকা নিয়ে ঐ
মাস্তানরা তাকে ছেড়ে দেন। বুধবার রাতে এ ঘটনার পর শিশুটির অবস্থা ধীরে ধীরে
অবনতি হলে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
পরে শিশুটির পিতা বনানী থানায় একটি অভিযোগ করেন। বর্তমানে সেখানেই শিশুটি
চিকিত্সাধীন রয়েছেন।