Capital news - মন্ত্রীর অনুষ্ঠানে খাবার নিয়ে হাতাহাতি

মন্ত্রীর অনুষ্ঠানে খাবার নিয়ে হাতাহাতি
এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতেই খাবার নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। মন্ত্রী বলছিলেন, ছাত্রলীগ যেন খারাপ খবরের শিরোনাম না হয়। এমন  বক্তব্যের পরই তারা এ কাণ্ড করে বসেন। 
বুধবার দুপুর ২টার দিকে পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
এদিন ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে যখন খাবার বিতরণ চলছিল, তখন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুমন ও ধর্মবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান দীপুর মধ্যে খাবার নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের হাতাহাতি শুরু হলে তাদের সমর্থকরাও তাতে জড়িয়ে পড়েন। তখন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা এসে সবাইকে থামান।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts