এক
অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতেই খাবার নিয়ে হাতাহাতিতে
জড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। মন্ত্রী
বলছিলেন, ছাত্রলীগ যেন খারাপ খবরের শিরোনাম না হয়। এমন বক্তব্যের পরই তারা
এ কাণ্ড করে বসেন।
বুধবার দুপুর ২টার দিকে পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
এদিন
ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানের
পর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে যখন খাবার বিতরণ চলছিল, তখন বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুমন ও ধর্মবিষয়ক সম্পাদক
মনিরুজ্জামান দীপুর মধ্যে খাবার নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের
হাতাহাতি শুরু হলে তাদের সমর্থকরাও তাতে জড়িয়ে পড়েন। তখন বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা এসে সবাইকে থামান।