International news - ‘গ্রাম ভাড়া’

‘গ্রাম ভাড়া’

হাঙ্গেরির একটি গ্রাম ভাড়া দেয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রামের পর্যটন আয় বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত। মেগিয়ের নামের ওই গ্রামের লোকসংখ্যা সব মিলিয়ে ২৬ জন। সর্বোচ্চ ৩৯ জন অতিথি সহকারে যে কেউ দৈনিক ৭৮০ মার্কিন ডলার (প্রায় ৭ হাজার টাকা) ভাড়া দিয়ে গ্রামের ‘শাহেনশাহ্’ বনে যেতে পারবেন। ভাড়াকালীন সময় তিনি পাবেন সাতটি গেস্ট হাউস, ছয়টি ঘোড়া, দুইটি গরু, তিনটি ভেড়া এবং একটি মুরগির খামার। গ্রামে আছে চারটি রাস্তা এবং একটি   বাস স্টেশন। এছাড়া ১০ একর কৃষিজমিও আছে। যিনি ভাড়া নেবেন তিনি নিজেকে ওই কয়দিনের জন্য ‘গ্রামের ডেপুটি মেয়র’ ঘোষণা করতে পারবেন। এই সময়টাতে তিনি গ্রামের রাস্তাঘাট ও অন্যান্য প্রতিষ্ঠান নিজের পছন্দমতো নামকরণ করে নিতে পারবেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts