International news - ছিপে ধরা পড়লো ২৮০ পাউন্ড ওজনের ক্যাটফিশ

ছিপে ধরা পড়লো ২৮০ পাউন্ড ওজনের ক্যাটফিশ
 
ইটালির একজন মৎস্যজীবী ২৮০ পাউন্ড ওজনের একটি ক্যাটফিশ শিকার করে ওয়েব দুনিয়ায় রীতিমত তারকা বনে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছটির সাথে নিজের ছবি পোস্ট করে সোরগোল ফেলে দিয়েছেন দিনো ফেরারি নামের ওই মৎস্যজীবী।
গত সপ্তাহে তিনি ইটালির পো নদী থেকে ছিপের সাহায্যে ২৮০ পাউন্ড ওজনের একটি ক্যাটফিশ ধরেন। দৈত্যাকার মাছটি লম্বায় সাড়ে ৮ ফুটেরও বেশি ।স্পাইনিং রিলের মাধ্যমে ২৮০ পাউন্ডের ক্যাটফিশ গিনেজ বুকে ফেরারির নাম উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
তবে এই দৈত্যাকার ক্যাটফিশটির চেয়েও বেশী ওজনের মাছ ধরা হয়েছে এর আগে। ২০০৯ ব্রাজিলের আমাজন অঞ্চল থেকে প্রায় ৩৪২ পাউন্ড ওজনের 'লাউ-লাউ' প্রজাতির একটি ক্যাটফিশ ধরা হয়েছিল
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts