‘পাখ-পাখালি
দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ এ স্লোগানে আগামীকাল শুক্রবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ১৩তম ‘পাখিমেলা ২০১৫’।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে সকাল পৌনে ১০টায় মেলার
উদ্বোধন করবেন ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
বৃহস্পতিবার
মেলার আহ্বায়ক ও প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুল হাসান
খান এ তথ্য জানান। দিনব্যাপী পাখি মেলার অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে
বর্ণাঢ্য র্যালি, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, টেলিস্কোপে
শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ, শিশুদের জন্য পাখির ছবি আঁঁকা প্রতিযোগিতা,
আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা ও পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার
বিতরণী অনুষ্ঠান।