Science and Technology news - লেটুসের বীজ যাচ্ছে মঙ্গল গ্রহে

২০১৮ সালের মধ্যেই লেটুস মঙ্গলে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছেন গবেষকেরা। এটিই হবে পৃথিবী থেকে প্রথম কোনো প্রাণের মঙ্গলভ্রমণ l ছবি: ইনডিপেনডেন্টলেটুসের বীজ যাচ্ছে মঙ্গল গ্রহে। ২০১৮ সালের মধ্যে সত্যিই যদি লেটুস মঙ্গলে পৌঁছে, তবে সেটিই হবে ওই গ্রহে প্রথম কোনো প্রাণের প্রথম মঙ্গলভ্রমণ।
সাদাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মঙ্গলে লেটুস (এর পাতা সালাদে ব্যবহৃত হয়) পাঠানোর এই পরিকল্পনা করছে। একটি নভোযানে করে ২০১৮ সালে লেটুস মঙ্গলে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এটি পাঠাচ্ছে মার্স ওয়ান নামের একটি অলাভজনক সংস্থা। সংস্থাটি ২০২৬ সালের মধ্যে মঙ্গলে জনবসতি স্থাপন করতে চায়।
এই মঙ্গল অভিযান প্রকল্পের প্রধান সুজানা লুকারোতি লেটুস চারা মঙ্গলে পাঠানোর কারণ প্রসঙ্গে বলেন, ‘অন্য কোনো গ্রহে বাস করতে গেলে আমাদের সেখানে খাদ্য উৎপাদন করতে হবে। কেউই এই কাজ আগে করেনি। এটা আমরাই প্রথমে করতে চাই।’
লেটুসের চারা মঙ্গলে পৌঁছানোর পর সেটি অ্যালুমিনিয়াম ও পলিকারবোনেট গ্রিনহাউসে বেড়ে উঠবে। মঙ্গলে মানুষ গেলে যেখানে যাবে বলে ধারণা করা হয়, সেখানেই এই চারা রোপণ করা হবে।
মঙ্গলে সূর্যতাপ পৃথিবীর চেয়ে প্রায় অর্ধেক। এখানে দিনও পৃথিবীর চেয়ে ৪০ মিনিট দীর্ঘ। অর্থাৎ এসব লেটুস চারা একটি মেঘাচ্ছন্ন শীতের দিনে যতটা তাপ পাওয়া যায় তাই পাবে। লেটুস উৎপাদনে এই তাপ যথেষ্ট। লেটুস জন্মানোর পর এগুলোকে পুড়িয়ে ফেলা হবে। কোনো জৈব বস্তু মঙ্গলে নেই, সেটি নিশ্চিত করতেই এভাবে পোড়ানো হবে লেটুস।
মহাকাশযানে লেটুস চাষের নাসা উদ্ভাবিত পদ্ধতি
মঙ্গলে পাঠানোর জন্য লেটুসকে বেছে নেওয়ার কারণ এই প্রজাতি নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে। এটি খাওয়া যায়, এটিও একটি কারণ। এটি পাঠানোও যথেষ্ট সহজ। পৃথিবীর মতো মহাশূন্যের কঠিন পরিবেশে লেটুস সফলভাবে উৎপাদনও করা হয়েছে।
নভোযানে লেটুসের বীজ পাঠানো হবে। মঙ্গলে পৌঁছানোর পর সেখান থেকে বীজ থেকে অঙ্কুরোদ্গম ঘটবে। মঙ্গলে লেটুস পাঠানোর প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, ভ্রমণপথে টিকে থাকার মতো যথেষ্ট শক্তিশালী লেটুসের বীজ। তবে কোন তাপমাত্রায় বীজ টিকতে পারে এ-সংক্রান্ত পর্যাপ্ত তথ্য নেই।
সাদাম্পটন বিশ্ববিদ্যালয়ের স্পেস ফ্লাইট সোসাইটির একদল ছাত্র এই প্রকল্পটি পরিচালনা করছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts