Science and Technology news - ছায়াপথের মৃত্যুরহস্য

তারা সৃষ্টি বন্ধ হয়ে গেলে কম বয়সেই হারিয়ে যায় ছায়াপথ
     
কিছু কিছু ছায়াপথের অকালমৃত্যু ঘটে। খুব অল্প বয়সেই নিশ্চিহ্ন হয়ে যায় কোটি কোটি নক্ষত্র, তারায় সৃষ্ট ছায়াপথ। কিন্তু কেন? অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছেন, নতুন তারা সৃষ্টির জন্য প্রয়োজনীয় গ্যাস যখন ফুরিয়ে যায়, তখনই মৃত্যুর দিকে এগিয়ে যায় ছায়াপথ।
বিজ্ঞানীরা বলেন, এই মহাবিশ্বে দুই ধরনের ছায়াপথের দেখা মেলে। এর একটি হচ্ছে ‘নীল’ আরেকটি ‘লাল’। নীল ছায়াপথ অর্থাৎ সেখানে নতুন নতুন তারার জন্ম অব্যাহত আছে আর লাল ছায়াপথে নতুন তারার উত্পত্তি থেকে গেছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক আইভি ওং ছায়াপথ হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তিনি বলেন, দুই বিলিয়ন বা ২০০ কোটি বছর পার হলেই নীল ছায়াপথ লাল হতে শুরু করে এবং ধীরে ধীরে মৃত্যুর দুয়ারে চলে যায়। কিন্তু কিছু কিছু ছায়াপথ আরও তরুণ বয়সে অর্থাৎ ১০০ কোটি বছরের মধ্যেই মারা যায়। মহাকাশের হিসাবে যা খুব কম সময়।
গবেষকেরা চারটি ছায়াপথের বিভিন্ন পর্যায় বিশ্লেষণ করে এই ফল পেয়েছেন। ‘মান্থলি নোটিশেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।
গবেষক ওং জানিয়েছেন, নতুন তারা সৃষ্টির শেষ দশায় ছায়াপথ থেকে অধিকাংশ গ্যাস বের হয়ে যায়। তবে এই গ্যাস কীভাবে শেষ হয়ে যায়, সে সম্পর্কে কোনো তথ্য বিজ্ঞানীদের কাছে নেই। তবে তাঁরা ধারণা করেন, ছায়াপথের বিশাল বিশাল ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরে হারিয়ে যায় এই গ্যাস। বিজ্ঞানীরা আরও মনে করেন, পার্শ্ববর্তী কোনো গ্যালাক্সিও শুষে নিতে পারে মৃতপ্রায় প্রতিবেশী গ্যালাক্সির সব গ্যাস।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts