Science and Technology news - মঙ্গলের অপেক্ষায় অরিয়ন

   
মঙ্গলের অপেক্ষায় অরিয়ন
ভর: ২১.৩ টন
সর্বোচ্চ গতি: প্রতি ঘণ্টায়
৩২১৮৭ কিলোমিটার
ব্যাস: ৫.০৩ মিটার
বসবাসযোগ্য স্থান: ৮.৯৫ ঘনমিটার
ধারণ ক্ষমতা: ৪ থেকে ৬ জন মহাকাশচারী
অভিযান:
পৃথিবীর নিচের দিকের কক্ষপথ ছাড়িয়ে যাবে
আন্তর্জাতিক মহাকাশ সেন্টারে (আইএসএস) পৌঁছাবে
উৎক্ষেপণকারী: স্পেস লঞ্চ সিস্টেম
নির্মাতা: অস্ট্রিয়াম, লকহিড মার্টিন
অরিয়ন-এমপিসিভি
ক্রু মডিউল
সার্ভিস মডিউল (ইএসএর তৈরি)
সৌর প্যানেল
মহাকাশের অনেক গভীরে যাবে অরিয়ন নামের ক্যাপসুল আকৃতির নভোযানটি। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এই প্রকল্পে ইতিমধ্যে ৯১০ কোটি মার্কিন ডলার খরচ করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল বিমানঘাঁটি থেকে অরিয়নের পরীক্ষামূলক উৎক্ষেপণ গতকাল বৃহস্পতিবার নির্ধারিত থাকলেও দমকা বাতাস ও রকেটের কারিগরি সমস্যার কারণে আজ শুক্রবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
পরীক্ষামূলক এ উৎক্ষেপণে মহাকাশযানটির তাপ সহনক্ষমতা, প্যারাসুট ও অন্যান্য নিরাপত্তাব্যবস্থা যাচাই করে দেখা হবে। মহাশূন্যে ভ্রমণ করে পৃথিবীতে নিরাপদে ফিরে আসার জন্য নভোচারীদের এসব ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। নাসার পরিকল্পনা অনুযায়ী অরিয়নে চড়ে মানুষ ২০২৫ সাল নাগাদ প্রথমবারের মতো কোনো গ্রহাণুতে পৌঁছাবে। আরও এক দশক পর মঙ্গলে প্রথম মানুষবাহী মহাকাশযান পাঠানোর কথা ভাবা হচ্ছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নতুন মহাকাশযান অরিয়ন যে দূরত্ব পাড়ি দিতে চায়, মানুষের জন্য তৈরি কোনো নভোযান অন্তত ৪০ বছরে তত দূর যেতে পারেনি।
পরীক্ষামূলক উৎক্ষেপণ, কেপ ক্যানাভেরাল
অরিয়ন পৃথিবী থেকে ৩৬০০ মাইল দূরে যাবে
অবতরণ ও প্রত্যাবর্তন প্রশান্ত মহাসাগরে
যাত্রার সময়সীমা: ৪-৫ ঘণ্টা
পুনরায় প্রবেশকালে গতি: ঘণ্টায় ২০০০০ মাইল
প্রদক্ষিণ করার সময়: ১৭ মিনিট
১৫ সেকেন্ডে গতি বৃদ্ধি: প্রতি ঘণ্টায় ০ থেকে ৬০ মাইল পর্যন্ত
জ্বালানি: ৪৮৩৫০০ গ্যালন
প্রতি গ্যালনে যায় ০.০০০৮৭ মাইল
জরুরি পরিস্থিতিতে উৎক্ষেপণযান থেকে ক্রুদের নিরাপদে সরিয়ে আনবে
ক্রু মডিউল
চারজনের একদল কর্মীর জন্য মহাকাশে ২১ দিন থাকার ব্যবস্থা
সার্ভিস মডিউল
ক্রু মডিউলে জ্বালানি, চালিকাশক্তি, পানি ও অক্সিজেন জোগায়
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts