একই
সঙ্গে রাস্তায় চলতে এবং আকাশে উড়তে পারে, এমন গাড়ি তো সবারই স্বপ্নের। আর
সেই স্বপ্নের গাড়ি অবশেষে স্লোভাকিয়ার একটি প্রতিষ্ঠান তৈরি করার ঘোষণা
দিয়েছে।
অ্যারোমোবিল নামের ওই প্রতিষ্ঠানটি দাবি করছে, তারা এমন এক ধরনের উড়ুক্কু গাড়ি বাণিজ্যিকভাবে তৈরি করেছে, যা এক ট্যাংক পেট্রল ব্যবহার করে ৪৩০ কিলোমিটার উড়তে পারে। এই গাড়ির পাখাগুলো ভাঁজ করেও রাখা যায়। আর পাখা ভাঁজ করা অবস্থায় গাড়িটি সাধারণ পার্কিংয়ের জায়গায় রাখা যায়। এ ছাড়া এই গাড়ি সাধারণ যেকোনো জ্বালানি স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, অ্যারোমোবিল যানটি সাধারণ মোটরগাড়ি এবং উড়োজাহাজ চলাচলের উপযোগী বর্তমান অবকাঠামোতেই চলতে পারবে। আলাদা করে কোনো অবকাঠামো নির্মাণ করতে হবে না। এই গাড়ি ব্যবহার করে প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে যোগাযোগব্যবস্থার নতুন দুয়ার খুলে দেবে। এই গাড়িকে তৃতীয় প্রজন্মের ক্রাফট হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি ‘অ্যারোমোবিল-২.৫’ নমুনার গাড়ি পরীক্ষায় সফল হয়। এরপর প্রতিষ্ঠানটি তাদের নির্মিত গাড়ির তৃতীয় রূপরেখা অ্যারোমোবিল-৩.০ ২৯ অক্টোবর অস্ট্রিয়ায় একটি উদ্ভাবনী প্রদর্শনীতে প্রদর্শন করবে।
সূত্র: এনডিটিভি।
যখন উড়বে যখন রাস্তায় চলবে
রোট্যাক্স ৯১২ ইঞ্জিন রোট্যাক্স ৯১২
ভাঁজ করা যায় পাখা -
২০০ কিলোমিটার/ঘণ্টা সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার/ঘণ্টা
৬০ কিলোমিটার/ঘণ্টা সর্বনিম্ন গতি –
১৩০ কিলোমিটার/ঘণ্টা টেক-অফের গতি –
৭০০ কিলোমিটার ট্যাংকপূর্ণ জ্বালানিতে ৮৭৫ কিলোমিটার
১৫ লিটার/ঘণ্টা জ্বালানি ব্যয় ৮ লিটারে ১০০ কিমি
ইস্পাত ও কার্বন গঠনের উপাদান ইস্পাত ও কার্বন
প্রস্থ ৮.২ ও দৈর্ঘ্য ৬ মিটার আকৃতি প্রস্থ ১.৬ ও দৈর্ঘ্য ৬ মিটার
৪৫০ কেজি খালি অবস্থায় ওজন ৪৫০ কেজি
দুজন বসতে পারে দুজন
অ্যারোমোবিল নামের ওই প্রতিষ্ঠানটি দাবি করছে, তারা এমন এক ধরনের উড়ুক্কু গাড়ি বাণিজ্যিকভাবে তৈরি করেছে, যা এক ট্যাংক পেট্রল ব্যবহার করে ৪৩০ কিলোমিটার উড়তে পারে। এই গাড়ির পাখাগুলো ভাঁজ করেও রাখা যায়। আর পাখা ভাঁজ করা অবস্থায় গাড়িটি সাধারণ পার্কিংয়ের জায়গায় রাখা যায়। এ ছাড়া এই গাড়ি সাধারণ যেকোনো জ্বালানি স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, অ্যারোমোবিল যানটি সাধারণ মোটরগাড়ি এবং উড়োজাহাজ চলাচলের উপযোগী বর্তমান অবকাঠামোতেই চলতে পারবে। আলাদা করে কোনো অবকাঠামো নির্মাণ করতে হবে না। এই গাড়ি ব্যবহার করে প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে যোগাযোগব্যবস্থার নতুন দুয়ার খুলে দেবে। এই গাড়িকে তৃতীয় প্রজন্মের ক্রাফট হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি ‘অ্যারোমোবিল-২.৫’ নমুনার গাড়ি পরীক্ষায় সফল হয়। এরপর প্রতিষ্ঠানটি তাদের নির্মিত গাড়ির তৃতীয় রূপরেখা অ্যারোমোবিল-৩.০ ২৯ অক্টোবর অস্ট্রিয়ায় একটি উদ্ভাবনী প্রদর্শনীতে প্রদর্শন করবে।
সূত্র: এনডিটিভি।
যখন উড়বে যখন রাস্তায় চলবে
রোট্যাক্স ৯১২ ইঞ্জিন রোট্যাক্স ৯১২
ভাঁজ করা যায় পাখা -
২০০ কিলোমিটার/ঘণ্টা সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার/ঘণ্টা
৬০ কিলোমিটার/ঘণ্টা সর্বনিম্ন গতি –
১৩০ কিলোমিটার/ঘণ্টা টেক-অফের গতি –
৭০০ কিলোমিটার ট্যাংকপূর্ণ জ্বালানিতে ৮৭৫ কিলোমিটার
১৫ লিটার/ঘণ্টা জ্বালানি ব্যয় ৮ লিটারে ১০০ কিমি
ইস্পাত ও কার্বন গঠনের উপাদান ইস্পাত ও কার্বন
প্রস্থ ৮.২ ও দৈর্ঘ্য ৬ মিটার আকৃতি প্রস্থ ১.৬ ও দৈর্ঘ্য ৬ মিটার
৪৫০ কেজি খালি অবস্থায় ওজন ৪৫০ কেজি
দুজন বসতে পারে দুজন