Science and Technology news - পৃথিবীকে বিদায় জানাল লাভজয়!

এভাবেই অনন্য সবুজাভ আভা ছড়িয়ে পৃথিবীকে বিদায় জানাল লাভজয়। ছবি: নাসার সৌজন্যে

  
১১ হাজার বছর পরে দেখা! আবারও বিচ্ছেদ! পৃথিবীকে আবারও দীর্ঘদিনের জন্য বিদায় জানিয়ে গেল লাভজয় নামের ধূমকেতুটি। পৃথিবীর সঙ্গে আবার লাভজয়ের দেখা হবে আট হাজার বছর পরের কোনো একদিন।
২৪ জানুয়ারি আকাশে যাঁরা চোখ মেলেছিলেন, তাঁদের মধ্যে সৌভাগ্যবান অনেকে হয়তো খালি চোখেই দেখেছেন লাভজয় (সি/ ২০১৪ কিউ২) ধূমকেতুটিকে। তিন বছর ধরেই এই ধূমকেতুটি জ্যোতির্বিদদের সম্মোহিত করে রেখেছিল। অবশেষে ২৪ জানুয়ারি পৃথিবীকে বিদায় জানাল এটি। এই ধূমকেতুটি আকাশপ্রেমীদের বিশেষ আকর্ষণ করেছিল এর অনন্য সবুজ আভার জন্য, যা একে অন্যান্য ধূমকেতুর চেয়ে পৃথক করে তুলেছিল। বিজ্ঞানীদের মতে, বিশেষ ডাইঅ্যাটমিক কার্বন গ্যাসের কারণেই লাভজয়ের এই সবুজাভ আভা দেখা গেছে।
গবেষকেরা বলছেন, ধূমকেতুটি ৩০ জানুয়ারি পেরিহেলিয়ন (সূর্যের সর্বোচ্চ কাছাকাছি) পৌঁছানোর পরই আট হাজার বছরের জন্য মহাশূন্যে হারিয়ে যাবে।
জানুয়ারি মাসের ৭ তারিখে এটি পৃথিবীর সর্বোচ্চ কাছ (৭ কোটি কিলোমিটার) দিয়ে অতিক্রম করেছিল।
অস্ট্রেলিয়ার শৌখিন জ্যোতির্বিদ টেরি লাভজয় ২০১১ সালের নভেম্বর মাসে এই ধূমকেতুটি আবিষ্কার করেন। তাঁর নামেই এই ধূমকেতুটির নাম।
শুধু লাভজয়ই নয়, এই সপ্তাহে পৃথিবীর খুব কাছ দিয়ে গেল ২০০৪ বিএল ৮৬ নামের একটি গ্রহাণু। ২৬ জানুয়ারি সোমবার পৃথিবী থেকে সাত লাখ ৪৫ হাজার মাইল দূর দিয়ে এটি পৃথিবীকে অতিক্রম করেছে। ২০২৭ সালের আগ পর্যন্ত আর কোনো গ্রহাণু পৃথিবীর এত কাছে আসবে না। পৃথিবীর জন্য ঠিক বিপজ্জনক না হলেও এরকম দুর্লভ ঘটনা সচরাচর ঘটে না।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts