Science and Technology news - অনলাইনে গাড়ি বিক্রি করবেন যেভাবে

গাড়ি বিক্রির জন্য ক্রেতার সঙ্গে যোগাযোগ রাখুনআপনার গাড়ি বা বাইকটি কি অনলাইনের মাধ্যমে বিক্রি করতে চান? আপনার পুরোনো গাড়ি বা বাইক বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি ইউটিউবে ভিডিও পোস্ট, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে প্রচারণা চালাতে পারেন। অনলাইনে গাড়ি বিক্রির জন্য কারমুডি কর্তৃপক্ষ বিশেষ পরামর্শ দিয়েছে।
গাড়ির বাজার সম্পর্কে জানুন
কাঙ্ক্ষিত দামে ও দ্রুত গাড়ি বিক্রি করতে হলে আপনাকে গাড়ির বাজার সম্পর্কে ধারণা নিতে হবে। কোন গাড়ির কেমন দাম, কোথায় কী দামে আপনার কাছে থাকা মডেলের গাড়ি বিক্রি হচ্ছে, সেটি অনলাইন থেকেই জেনে নিতে পারবেন। এরপর আপনার গাড়ির দাম ঠিক করে নিন। আপনার গাড়ির মডেল ও গাড়ির অবস্থা বিবেচনা করে দাম নির্ধারণ করুন।
ক্রেতার কাছে আকর্ষণীয় করে তুলুন
আপনি গাড়ি কিনতে গেলে আগে কোনটি খেয়াল করেন? বেচার ক্ষেত্রেও সেই বিষয়টি মাথায় রাখুন। গাড়ি হওয়া চাই ঝকঝকে পরিষ্কার। বিক্রির আগে গাড়ি ধুয়ে পরিষ্কার করে ফেলুন। এরপর বিভিন্ন দিক থেকে আপনার গাড়ির ছবি তুলুন। তবে গাড়ি বিক্রির আগে আপনার গাড়ির কাগজপত্রও যেন প্রস্তুত থাকে, সেটি খেয়াল রাখবেন।
ক্রেতাকে প্রয়োজনীয় তথ্য দিন
অনলাইনে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার সময় প্রয়োজনীয় সব রকম তথ্য দিন। গাড়ির অবস্থা, মডেল, দাম, রং, উত্পাদনের তারিখ, মাইলেজ, নির্মাতা প্রভৃতি তথ্যও জানান। বিজ্ঞাপন দেওয়ার সময় কিওয়ার্ড ব্যবহার করতে পারেন।
ক্রেতাকে টেস্ট ড্রাইভ নিতে দিন
আপনি যদি গাড়ি বিক্রি করতে চান, তবে ক্রেতাকে গাড়ি চালিয়ে দেখার প্রস্তাব দিতে পারেন। এতে ক্রেতা আপনার গাড়ির অবস্থা সম্পর্কে জানতে পারবেন এবং গাড়ি কিনতে আগ্রহী হবেন।
ক্রেতার প্রশ্নের উত্তর দিন
আপনার গাড়ি নিয়ে ক্রেতার অনেক প্রশ্ন থাকতে পারে। ধৈর্যহারা না হয়ে দ্রুত ক্রেতার প্রশ্নের উত্তর দিন। যত ঝটপট উত্তর দিয়ে ক্রেতাকে আপনার গাড়ি সম্পর্কে আগ্রহী করে তুলবেন, ততই গাড়ি বিক্রির সম্ভাবনা বেড়ে যাবে।
গাড়ি কেনাবেচার সাইট ব্যবহার
গাড়ি বিক্রির জন্য দেশে এখন বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। কারমুডির (https://www.carmudi.com.bd/) মতো জনপ্রিয় সাইটে আপনি বিনা মূল্যে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে পারেন। এখানে মোবাইল ফোনে পুশ নোটিফিকেশন থেকে আপনি গাড়ি সম্পর্কিত বার্তা পাবেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts