Science and Technology news - বামন গ্রহের কাছাকাছি

সিরিজ নামের একটি বামন গ্রহের কাছাকাছি যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) মহাকাশযান ডন। মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝামাঝি গ্রহাণু ও অন্যান্য কাঠামোর মধ্যে সিরিজই সবচেয়ে বড়। এটির গড় ব্যাস ৫৯০ মাইল। নাসা গত সোমবার সিরিজের কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছে। এগুলো ২ লাখ ৩৮ হাজার মাইল দূরে থেকে তোলা হলেও হাবল টেলিস্কোপের তোলা ছবির তুলনায় বেশি স্পষ্ট। নাসার কোনো মহাকাশযান এই প্রথম কোনো বামন গ্রহের এতটা কাছাকাঠি পৌঁছাল। নিউ হরাইজন নামের আরেকটি নভোযান আগামী জুলাইয়ে প্লুটোর কাছাকাছি পৌঁছাতে পারে। সিরিজের কাছাকাছি যাওয়ার আগে ভেসটা নামের একটি গ্রহাণুর কাছাকাছি জায়গা ঘুরে এসেছে ডন। আগামী দিনে এটি সিরিজের আরও ভালো মানের ছবি পাঠাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন নাসার বিজ্ঞানীরা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts