Science and Technology news - ৫১ কোটি কিমি. দূরের ধূমকেতুতে ঐতিহাসিক অবতরণ


ধূমকেতুতে রোবট অবতরণের পর উৎ​ফুল্ল বিজ্ঞানিরা। ছবি: এএফপিএদিকে ধূমকেতুতে ফিলের সফল অবতরণের পর জার্মানিতে এটির নিয়ন্ত্রণকক্ষে আনন্দের বন্যা বয়ে যায়। ইএসএর ডিরেক্টর জেনারেল জ্যাঁ জ্যাকস দরদাইন বলেছেন, ‘মানব সভ্যতার জন্য এটি একটি বিশাল অর্জন।’
রোবটটি ধূমকেতুর পৃষ্ঠে অবতরণ নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পর মিশনের প্রধান স্টেফান উলামেক বলেন, ‘ফিলে আমাদের সঙ্গে কথা বলেছে... আমরা এখন ধূমকেতুতে আছি।’
ফিলের পাঠানো তথ্যের মাধ্যমে সৌর জগতের উৎ​পত্তি সম্পর্কিত বহু অজানা তথ্য মিলবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
আড়াই মাইল চওড়া ওই ধুলো ও বরফের ধুমকেতুতে ফিলের অবতরণ নিয়ে সংশয়ে ছিলেন বিজ্ঞানীরা। অবতরণের প্রধান সমস্যা ছিল ধুমকেতুটির মাধ্যকর্ষণ। পৃথিবীর তুলনায় সেখানকার মাধ্যকর্ষণ অনেক কম। এ ছাড়া ধুমকেতুর পৃষ্ঠটি বহু খানাখন্দে ভর্তি।
বিজ্ঞানীরা বলেছেন, ফিলের পাঠানো ওই ধুমকেতুপৃষ্ঠের ছবি দেখে সেখানকার রাসায়নিক কম্পোজিশন বিশ্লেষণ করা হবে। এটি থেকে সাড়ে চারশ কোটি বছর আগে সৌরজগৎ​ সৃষ্টির সময়ের নানাদিক সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts