জনপ্রিয় পপশিল্পী টেইলর সুইফটের ভক্তপ্রীতির কথা সবাই জানেন। ভক্তদের জন্য
কত কিছুই তো করেন সুইফট। এই কিছুদিন আগেও এক ভক্তের জন্য খোলা চিঠি
লিখেছিলেন সুইফট। এবার এক ক্ষুদে ভক্তের আবদার মেটালেন তিনি।
সুইফটের এই ভক্ত জেলেন সেলিনার বয়স মাত্র ৪ বছর। সে দূরারোগ্য মস্তিস্ক
ক্যান্সারে আক্রান্ত এবং চিকিত্সকেরা তার সময়সীমা বেঁধে দিয়েছেন। ছোট্ট এই
শিশু সেলিনা কিন্তু সুইফটের অনেক বড় ভক্ত। সেলিনার মা জেনিফার অ্যারিগাস
জানেন যে সঙ্গীতশিল্পী সুইফটের সাথে তার কন্যা কথা বলতে চায়। মৃত্যু
পথযাত্রী মেয়েটির শেষ ইচ্ছে পূরণ করতে সুইফটের সাথে যোগাযোগ করেন তিনি।
ভক্তের দাবি ফিরিয়ে দিতে পারেননি সুইফট। সেলিনার সাথে কথা বলার পর সুইফট
জানান, ‘সে খুবই অসুস্থ। অসুস্থতার জন্য সে ঠিকভাবে কথাও বলতে পারছিল না। এ
কথাটিও সে আমাকে বলেছে। তার কণ্ঠে ‘বাই’ শব্দটা সত্যিই অনেক কঠিন ছিল।’