মধ্যপ্রাচ্যে
বিরাজমান
পরিস্থিতির কারণে ফিলিস্তিনিদেরকে তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের জন্য দখলীকৃত ভূমি হস্তান্তর করবে না ইসরায়েল। তা করলে হস্তান্তরিত ভূমি
ইসলামী জঙ্গিবাদ ও ইরান সমর্থিত
সন্ত্রাসী
গোষ্ঠীগুলোর হাতে পড়তে পারে বলে আশঙ্কা দেশটির। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে গতকাল একথা জানিয়েছেন। এমন বক্তব্যের মাধ্যমে নেতানিয়াহু মূলত
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার
সম্ভাবনাকেই নাকচ
করে দিলেন। খবর দ্য হিন্দুর
১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের বিশাল ভূখণ্ড দখলে নেয় ইসরায়েল।
ফিলিস্তিনসহ আন্তর্জাতিক সম্প্রদায়
ইসরায়েলের
দখলীকৃত ভূখণ্ডেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।
দখলে থাকা ভূখণ্ড হস্তান্তর না করার কথা জানিয়ে নেতানিয়াহু বিবৃতিতে বলেন,
'দখল ছেড়ে দেওয়া
কোনো ভূখণ্ড ইসলামী সন্ত্রাসবাদ ও ইরান সমর্থিত
সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে পড়ার
আশঙ্কা রয়েছে।
এজন্য দখলীকৃত ভূখণ্ডের ব্যাপারে কোনো ছাড় ও প্রত্যাহার হবে না। এটা সহজভাবেই অপ্রাসঙ্গিক।'
তবে প্রধানমন্ত্রীর
মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
নেতানিয়াহুর লিকুদ পার্টির পক্ষ
থেকে বিবৃতিটি
দেওয়া হয়।
এদিকে, আগামী সপ্তাহে ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন
সামনে রেখেই কট্টরপন্থিদের আকৃষ্ট
করতেই নেতানিয়াহু
এমন বক্তব্য দিয়েছেন বলে মনে করা হচ্ছে।