National news - পুলিশের ভয়ে প্রাণ গেল বাইক চালকের

পুলিশের ভয়ে প্রাণ গেল বাইক চালকের
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় পুলিশের ভয়ে প্রাণ গেল এক মোটরসাইকেল চালকের। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। বুধবার বেলা ১২টার দিকে পাটধারী বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক মোটারসাইকেলে দুইজন ওঠায় চেক পোস্টে তাদের থামার সঙ্কেত দেয় পুলিশ। এ সময় তারা ভয়ে মোটরসাইকেলের গতি বাড়িয়ে  পালাতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সলঙ্গা থানার কালিপুর গ্রামের বাসিন্দা মোটরসাইকেল চালক মহসিন (২৮) নিহত হন । মোটরসাইকেল আরোহী আহত হাফিজকে (২৫) স্থানীয় ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।
উল্লেখ্য, বিএনপি জোটের সহিংস কর্মসূচি অবরোধ-হরতালের মধ্যে মোটরসাইকেল ব্যবহার করে যানবাহনে নাশকতার ঘটনা বেড়ে যাওয়ায় গত জানুয়ারি মাসে এক মোটর সাইকেলে একাধিক ব্যক্তির চড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts