কর্ণফুলীর
তীরের সূর্যাস্ত থেকে সুন্দরবনের নৌবিহার কিংবা জেলেদের সঙ্গে মাছ ধরার
আনন্দ, ঝরনার জলে ভেজা—বাংলাদেশের এমন সব অপরূপ দৃশ্যই দেখা যাবে এবারের
বিউটিফুল বাংলাদেশ ভিডিওচিত্রে।
বাংলাদেশ টুরিজম বোর্ডের তত্ত্বাবধানে বিউটিফুল বাংলাদেশ ৩ তৈরি করেছেন গিয়াস উদ্দিন সেলিম। বাংলাদেশ টুরিজম বোর্ডের এক সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে এ ভিডিওচিত্র নির্মাণের কাজ। এখন অপেক্ষা প্রচারের। সেই সময়ও ঘনিয়ে এসেছে। এ মাসের শেষ দিকে প্রচারের কথা রয়েছে প্রমোশনাল ফিল্ম বিউটিফুল বাংলাদেশ-এর তৃতীয় কিস্তির।
নদীমাতৃক বাংলাদেশকে প্রাধান্য দিয়ে এবারের মূল বিষয় হিসেবে ধরা হয়েছে ল্যান্ড অব রিভার। প্রায় সাড়ে তিন মিনিটের এই ভিডিওচিত্রে দেখানো হবে বাংলাদেশের নদ-নদীর সৌন্দর্য ও নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা। এবারের বিউটিফুল বাংলাদেশ-এর শুটিং হয়েছে সুন্দরবন, বান্দরবানসহ পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই, কালীগঙ্গা, টাঙ্গুয়ার হাওরের মতো অসংখ্য নদ-নদীতে।
কার্লো ও মাউড নামে হল্যান্ডের দুই পর্যটক অভিনয় করেছেন এবারের বিউটিফুল বাংলাদেশ ভিডিওচিত্রে। এ ছাড়া বাংলাদেশি বেশ কয়েকজন মডেলও কাজ করেছেন এর নানা চরিত্রে।
এর আগে বিউটিফুল বাংলাদেশ-এর প্রথম ও দ্বিতীয় কিস্তি কয়েকটি আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জেতে।
বাংলাদেশ টুরিজম বোর্ডের তত্ত্বাবধানে বিউটিফুল বাংলাদেশ ৩ তৈরি করেছেন গিয়াস উদ্দিন সেলিম। বাংলাদেশ টুরিজম বোর্ডের এক সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে এ ভিডিওচিত্র নির্মাণের কাজ। এখন অপেক্ষা প্রচারের। সেই সময়ও ঘনিয়ে এসেছে। এ মাসের শেষ দিকে প্রচারের কথা রয়েছে প্রমোশনাল ফিল্ম বিউটিফুল বাংলাদেশ-এর তৃতীয় কিস্তির।
নদীমাতৃক বাংলাদেশকে প্রাধান্য দিয়ে এবারের মূল বিষয় হিসেবে ধরা হয়েছে ল্যান্ড অব রিভার। প্রায় সাড়ে তিন মিনিটের এই ভিডিওচিত্রে দেখানো হবে বাংলাদেশের নদ-নদীর সৌন্দর্য ও নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা। এবারের বিউটিফুল বাংলাদেশ-এর শুটিং হয়েছে সুন্দরবন, বান্দরবানসহ পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই, কালীগঙ্গা, টাঙ্গুয়ার হাওরের মতো অসংখ্য নদ-নদীতে।
কার্লো ও মাউড নামে হল্যান্ডের দুই পর্যটক অভিনয় করেছেন এবারের বিউটিফুল বাংলাদেশ ভিডিওচিত্রে। এ ছাড়া বাংলাদেশি বেশ কয়েকজন মডেলও কাজ করেছেন এর নানা চরিত্রে।
এর আগে বিউটিফুল বাংলাদেশ-এর প্রথম ও দ্বিতীয় কিস্তি কয়েকটি আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জেতে।