আইভরি
কোস্টের 'আয়রন লেডি' সাবেক ফার্স্টলেডি সিমো বাগাবোকে ২০ বছরের কারাদণ্ড
দিয়েছে আদালত। দেশটিতে ২০১০-২০১১ সালে নির্বাচন-পরবর্তী সহিংসতাকালে
‘রাষ্ট্রীয় নিরাপত্তাকে উপেক্ষা’ করার অভিযোগে তাকে মঙ্গলবার এ কারাদণ্ড
দেয়া হয়। সিমো বাগাবোর সাথে তার স্বামী লরা বাগবোর নামেও বিভিন্ন অভিযোগে
বিচার চলছে। নির্বাচনে হেরে যাওয়ার পর সহিংসতা ঘটাতে একটি সশস্ত্র গ্রুপ
তৈরির অভিযোগ আনা হয়েছে।
নির্বাচন-পরবর্তী ওই সহিংসতায় প্রায় তিন হাজার লোক প্রাণ হারায়।