চীনে
অনলাইনে শিশুদের বেচাকেনার একটি অবৈধ বাজার গড়ে উঠেছে। এক অনুসন্ধানী
প্রতিবেদনে খবরটি জানিয়েছে বিবিসি। পুলিশের ধারণা, প্রতিবছর দেশটিতে যে ২০
হাজারের বেশি শিশু অপহৃত হয়, তাদের অনেককে ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করা
হয়।
কত শিশু এইভাবে বেচাকেনা করা হয় তা চীনের সরকার আনুষ্ঠানিকভাবে তা জানায়নি।
চীনের
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের মতে, এই সংখ্যা বছরে দুই লাখ ছাড়িয়ে যেতে
পারে যাদের অধিকাংশকেই বিক্রি করে দেয়া হয়। অনুসন্ধানে চীনে কয়েকজন
বিক্রেতার খোঁজ পাওয়া গেছে, যারা ইন্টারনেটের মাধ্যমে দরদাম করে শিশু
বিক্রি করে থাকে।
চীনে একটি সন্তানের বেশি নেয়া নিষিদ্ধ। তবে অনেক ক্ষেত্রেই এই আইনের ব্যত্যয় হয়ে থাকে বা চোখ এড়ানো যায়।
একটি
ছেলে শিশুকে ১০ হাজার থেকে শুরু করে ১৬ হাজার পাউন্ডে বিক্রি করা হয়ে
থাকে। একটি মেয়ে শিশুর জন্যে এই মূল্য হয় সাধারণত অর্ধেক।
বেশিরভাগ
ক্ষেত্রেই এসব শিশুকে নিঃসন্তান দম্পতিরা কিনে থাকেন। তবে অনেক সময়
সংঘবদ্ধ অপরাধী চক্র শিশুদের অপরাধের কাজেও লাগিয়ে থাকে। কর্তৃপক্ষ এ
জাতীয় অপরাধের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠলে, পাচারকারীরা শিশুদের বিক্রির
জন্য ক্রমেই অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে।
গত বছর ফেব্রুয়ারিতে এরকম এক অভিযানে এক হাজার ৯৪ জন পাচারকারীকে গ্রেপ্তার আর তিন 'শ ৮২ শিশুকে উদ্ধার করা হয়েছিল