International news - স্বামীর চেয়ে উটকে বেশি ভালোবাসায় স্ত্রীকে তালাক!

স্বামীর চেয়ে উটকে বেশি ভালোবাসায় স্ত্রীকে তালাক!
উটকে স্বামীর চেয়ে বেশি ভালোবাসে বলায় স্ত্রীকে তালাক দিল এক স্বামী। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে।
ঐ দম্পতি রিয়াদে স্ত্রীর বাবার বাড়ি বেড়াতে যান। সেখানে স্বামীকে মজা করে স্ত্রী তার পূর্ব প্রেম কাহিনীর কথা বলেন। তখন স্ত্রী বলেন, স্বামীর প্রতি ভালোবাসা অনেক কিন্তু তা তার বাবার দেয়া উট ‘আল-ওয়ালিফ’-এর চেয়ে বেশি নয়।
এরকম কথা শুনে স্বামী অনেক বিমর্ষ হয়ে পড়েন। কিন্তু সেটি তিনি তার শ্বশুর বাড়িতে প্রকাশ করেননি। বাড়িতে ফিরে স্ত্রীর প্রতি রাগ প্রকাশ করেন। কিন্তু স্ত্রী অাবারো সেটি নিয়ে কৌতুক করে। একপর্যায়ে স্বামী তাকে গাড়িতে করে স্ত্রী বাবার উটের খামারে নিয়ে রেখে আসে এবং তাকে তালাক দিয়ে দেয়।
সাদা পত্রিকা জানিয়েছে, তালাক দেয়ার আগে স্বামী তার স্ত্রীকে বলেছিলেন, ‘যদি তুমি তোমার স্বামীর চেয়ে পশুকে ভালোবাসো তবে তুমি নিজেও পশু। আর তোমার পশুদের সাথেই থাকা উচিত। তুমি মানুষের সাথে বসবাসের অধিকার রাখো না। তুমি তোমার জগতে চলে যাও।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts