ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে অবস্থিত দেশটির
নৌবাহিনীর একটি যোগাযোগ কেন্দ্রের
আকাশে অজ্ঞাত একটি
ড্রোন হানা দিয়েছে। কৌশলগত স্পর্শকাতর এ এলাকার আকাশে তড়িঘড়ি ফরাসি পুলিশের হেলিকপ্টার পাঠিয়েও ড্রোনটিকে চিহ্নিত করা যায়নি। সেইন্ট-অ্যাসিসি কমান্ড অ্যান্ড কন্ট্রোল
সেন্টারের আকাশে রবিবার তিন দফা
টহল দিয়েছে ছোট্ট
এই ড্রোন। ফরাসি দৈনিক লে প্যারিসিয়ান এ খবর দিয়েছে।
দৈনিকদির খবরে বলা
হয়েছে, স্পর্শকাতর এ কেন্দ্রটি রাতদিন কঠোর পাহারায় থাকে। সাগরে যে সব
ফরাসি ডুবোজাহাজগুলোর সঙ্গে
যোগাযোগ রক্ষার
গুরুত্বপূর্ণ কাজ করা হয় এ কেন্দ্র থেকে। এ জন্য শক্তিশালী ট্রান্সমিটার এবং লম্বা লম্বা এন্টেনা রয়েছে এ কেন্দ্রে। এ সব এন্টেনার কোনো কোনোটি ২০০ মিটার পর্যন্ত উঁচু।
এদিকে, একটি সূত্র লে প্যারিসিয়ানকে বলেছে, এর আগেও অজ্ঞাত ড্রোন এ এলাকায় হানা দিয়েছে। এমনকি একটি ড্রোন এ এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।