National news - শিক্ষিত বেকার যুবমহিলাদের জন্য আইসিটি প্রশিক্ষণ

শিক্ষিত বেকার যুবমহিলাদের জন্য আইসিটি প্রশিক্ষণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেকার যুবমহিলাদেরকে আইটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ফুলবাড়ীর এলুয়াড়ী ইউনিয়নের খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রাসায় গত ১০ মার্চ মঙ্গলবার  সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের অধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি এলুয়াড়ী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ মাওলানা নবীউল ইসলাম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আবদুল বারী, আয়োজক কোম্পানি আইসফটওয়্যার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ তানভীর ও প্রকল্পের সমন্বয়কারী হাদিউর রহমান দিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের অধীনে এই প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ২০জন শিক্ষিত বেকার যুবমহিলাদেরকে ১৫দিনব্যাপী আইটি/আইসিটি লিটারেসি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts