National news - নাফনদীর মোহনায় ছয় মাঝিমাল্লাসহ ট্রলার ডুবি

নাফনদীর মোহনায় ছয় মাঝিমাল্লাসহ ট্রলার ডুবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ’র দক্ষিণে নাফনদীর মোহনায় ছয় মাঝিমাল্লাহসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. মো. জাহিদ হাসান চৌধুরী জানান, বুধবার সকালে কোস্ট গার্ড স্থানীয়দের সহযোগীতায় ডুবে যাওয়া ছয় মাঝিমাল্লাহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোন ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। 
কোস্ট গার্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শাহপরীরদ্বীপ’র বাসিন্দা মো. আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারে করে ছয় মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যায়। পরে নাফনদী মোহনায় গেলে ট্রলারটি ডুবে যায়। এ সময় সেন্টমার্টিন থেকে আসা সার্ভিস ট্রলারের লোকজন ঘটনাটি কোস্ট গার্ড সদস্যদের জানায়। পরে ঘটনাস্থল থেকে শাহপরীরদ্বীপ কোস্ট গার্ড স্থানীয়দের সহযোগীতায় ছয় মাঝিমাল্লাসহ ট্রলারটি উদ্ধার করে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts