ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার
আগে পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার
সকাল ১১টায় ইসির সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এ বৈঠক
অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর
প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানরা যোগ দিবেন এ
বৈঠকে।
ইসির সংশ্লিষ্টরা জানান—মাঠের সার্বিক পরিস্থিতি জানতে ও
পরীক্ষার মধ্যে নির্বাচন করার ব্যাপারে মূলত এ বৈঠকের আহ্বান করা হয়েছে।
বৈঠকে কমিশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণার ও ভোটের
দিনক্ষণ নির্ধারণ করে সম্ভাব্য ধারণা দেয়া হবে। বৈঠক থেকে শিক্ষা
মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে তফসিল ঘোষণার
দিকে এগোবে কমিশন।
এ দিকে, বৈঠকে অংশ নেয়ার জন্য স্বরাষ্ট্র
মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব,
সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহা পরিদর্শক, র্যাব,
কোস্টগার্ড, আনসার ও ভিডিপির মহাপরিচালক, সংশ্লিষ্ট পুলিশ ও নির্বাচন
কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
বর্তমান পরিস্থিতি ভোটের উপযোগী কিনা বা পরিস্থিতির উন্নতি কবে নাগাদ হবে—এ
সব বিষয়ে বৈঠকে জানতে চাইবে কমিশন। তারা যেসব মতামত দেবেন, তা সরকারের
মতামত গণ্য করে কমিশন নির্বাচনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। পরিস্থিতি
পর্যালোচনার পর কমিশন ভোটের সময় নির্ধারণ করতে বসবে।
একজন
নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে সব প্রস্তুত
চূড়ান্ত। তবে তফসিল ঘোষণার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা
বাহিনীর মতামত আবশ্যক। তাদের মতামতের ওপর ভিত্তি করে কমিশন পরবর্তী
সিদ্ধান্ত নেবে।