বিএনপি
জোটের হরতাল বাড়ানোর কারণে মাদ্রাসা বোর্ডের অধীনে বুধবারের দাখিল পরীক্ষা
স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে এর আগে স্থগিত হওয়া গত ৩ ও ৪
মার্চের পরীক্ষার নতুন তারিখও মঙ্গলবার জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত
হওয়া গত ৩ মার্চের পরীক্ষা আগামী ২০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা
এবং ৪ মার্চের স্থগিত পরীক্ষা আগামী ২১ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ১টা
পর্যন্ত হবে।
বুধবার
দাখিলে উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা ছিল। এই স্থগিত পরীক্ষার
তারিখ পরে জানানো হবে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।