একটি জিনিস কিনলে তার সাথে অন্য কিছু ফ্রি, এরকম বিজ্ঞাপন তো হরহামেশাই চোখে
পড়ে। কিন্তু কখনো
কি শুনেছেন বাড়ি কিনলে বউ ফ্রি! অবিশ্বাস্য হলেও এরকম ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার এক নারী অনলাইনে বাড়ি
বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে বলা হয়েছে, তার বাড়ির ক্রেতা তাকে বিয়েও
করতে পারবেন।
উইনা লিয়া নামে এক বিধবা নারী তার বাড়ি
বিক্রির সাথে সাথে বিয়ের প্রস্তাবও
দিয়েছেন। অনলাইনে
একটি বিজ্ঞাপনে বলা হয়েছে,বাড়িটিতে দুইটি বেডরুম, দুইটি বাথরুম,
একটি গ্যারেজ ও
মাছের পুকুর রয়েছে। তবে এর সঙ্গে আরো
একটি প্রস্তাব দিয়েছেন বাড়ির মালিক। ক্রেতা
চাইলে তাকে বিয়েও করতে পারেন।
সাংবাদিকদের তিনি বলেছেন, অনলাইনে বিজ্ঞাপনটি দেয়ার আইডিয়া তার নয়। তার এক বন্ধু আবাসন ব্যবসায়ী। তাকে তিনি বলেছিলেন, এরকম কোনো ক্রেতা পাওয়া যায় কিনা,
যিনি বাড়িটি কিনতে আগ্রহী এবং একই সঙ্গে
অবিবাহিত অথবা বিপত্নীক। কেননা তিনি নিজেও বিধবা।
বাড়ি কিনলে বউ ফ্রি!
একটি
জিনিস কিনলে তার সাথে অন্য কিছু ফ্রি, এরকম বিজ্ঞাপন তো হরহামেশাই চোখে
পড়ে। কিন্তু কখনো কি শুনেছেন বাড়ি কিনলে বউ ফ্রি! অবিশ্বাস্য হলেও এরকম
ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার এক নারী অনলাইনে বাড়ি বিক্রি করার
জন্য বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে বলা হয়েছে, তার বাড়ির ক্রেতা তাকে বিয়েও
করতে পারবেন।
উইনা
লিয়া নামে এক বিধবা নারী তার বাড়ি বিক্রির সাথে সাথে বিয়ের প্রস্তাবও
দিয়েছেন। অনলাইনে একটি বিজ্ঞাপনে বলা হয়েছে,বাড়িটিতে দুইটি বেডরুম, দুইটি
বাথরুম, একটি গ্যারেজ ও মাছের পুকুর রয়েছে। তবে এর সঙ্গে আরো একটি
প্রস্তাব দিয়েছেন বাড়ির মালিক। ক্রেতা চাইলে তাকে বিয়েও করতে পারেন।
খবরটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়াও দেখা যায়। এমনকি পুলিশ এসে এই তথ্যের যাচাই করেছে, এসেছে সাংবাদিকরাও।
সাংবাদিকদের
তিনি বলেছেন, অনলাইনে বিজ্ঞাপনটি দেয়ার আইডিয়া তার নয়। তার এক বন্ধু আবাসন
ব্যবসায়ী। তাকে তিনি বলেছিলেন, এরকম কোনো ক্রেতা পাওয়া যায় কিনা, যিনি
বাড়িটি কিনতে আগ্রহী এবং একই সঙ্গে অবিবাহিত অথবা বিপত্নীক। কেননা তিনি
নিজেও বিধবা।